২৯২১

এই বিশ্ব-জগত একটা অভিন্ন নিয়মের অধীন এবং ইহার বিভিন্ন অংশ একত্রে মিলিয়া গতি ও আকৃতির একটা মহিমান্বিত ঐক্য ও সমন্বয় তৈরী করিয়াছে। এই পারস্পরিক সমন্বয় ও ভারসাম্য যাহা বিভিন্ন বস্তুগুলিতে বিরাজমান রহিয়াছে, তাহাতে যদি সামান্য ব্যাঘাতও ঘটে, তাহা হইলে সমস্ত বিশ্ব-জগত ছিন্ন-ভিন্ন হইয়া পড়িবে। কিন্তু যে সকল বিধান সমগ্র বিশ্ব-জগতকে পরিচালনা করে, উহার চাবি-কাঠি আল্লাহ্‌তা’লা নিজের আয়ত্বে, মানুষের নাগালের বাহিরে রাখিয়াছেন।