পূর্ববর্তী আয়াতের সহিত এই আয়াতটি একত্রে মিলিয়া, ইহাই প্রকাশ করে যে, মহাকাশের সর্ববৃহৎ বস্তুই বল, আর কাণ্ড-বিহীন ছোট গুল্মই বল, সব কিছুই কতকগুলি বিধান অনুযায়ী চলে এবং তাহাদের জন্য নিদ্ধারিত কর্তব্য নিষ্ঠার সহিত, নির্ভুলভাবে, সময় মত সম্পন্ন করিয়া থাকে। এই যে বৃহৎ সৌর-জগৎ যাহার মত কোটি কোটি জগৎ রহিয়াছে ইহার প্রতিটি গ্রহ-উপগ্রহ আপন আপন কক্ষের উপর চলিয়া, আপন আপন গন্তব্যের দিকে নিরাপদে-নির্বিঘ্নে নির্দিষ্ট পথ অতিক্রম করে, কখনও কক্ষচ্যুত হয় না।