ইহা একটি বিরল ও ব্যতিক্রমধর্মী ঘটনা। তবে সময় সময় এইরূপও ঘটে যে, উভয় পক্ষ হইতেই বিবাহের কথাবার্তা পাকা-পাকি হইয়া যায়, এমনকি দিন তারিখ ধার্য হইয়া যায়। কিন্তু ইতিমধ্যে এমন অবস্থার উদ্ভব হয় যে, ঐ বিবাহ অনুষ্ঠিত হইতে পারে না, অথবা তাহা অবাঞ্ছনীয় প্রতিপন্ন হইয়া পড়ে। এইরূপ বিরল ঘটনার ক্ষেত্রে কি করা উচিত, তাহাই এই আয়াত ও পরবর্তী আয়াতে বলা হইয়াছে।