নবী-রসূলগণের মাধ্যমে আল্লাহ্তা’লা নিজেকে প্রকাশ করিয়া থাকেন এবং এই উদ্দেশ্যে আপন বাক্য দ্বারা নবীগণকে সম্মানিত করিয়া থাকেন। কুরআনে আল্লাহ্র বাণী চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়াছে। নিজের বাক্যের মাধ্যমে আল্লাহ্তা’লার আত্মপ্রকাশ, প্রথম হইতেই মানুষের মধ্যে চলিয়া আসিয়াছে। তবে, ইহা মানুষের কোন পুণ্যকর্মের ফল রূপে নহে। বরং স্বীয় করুণা ও মঙ্গলকামিতার তাগিদে, তিনি মানুষকে দান স্বরূপ আপন বাক্য শুনাইয়াছেন। ঐশী-বাণী বা ওহী-ইলহামের অবতরণ মানবের উপর আল্লাহ্তা’লার শ্রেষ্ঠ দান।