২৯১৫

বদরের যুদ্ধক্ষেত্রে মক্কাবাসীদের পরাজয় বিনা মেঘে বজ্রাঘাত স্বরূপ। ইহা ঘটিয়া ছিল অতি দ্রুত, অকস্মাৎ। ইহা ছিল পূর্ণ ও সর্বব্যাপী। কেদারের (কুরায়শদের আদিপুরুষের) গৌরব-রবি চোখের পলকে সেদিন অস্তমিত হইল।