বদরের পরাজয় কুরায়শদের জন্য সত্য সত্যই একটি ধ্বংসাত্মক মহা বিপর্যয় ছিল। তাহাদের প্রতাপ ও মর্যাদা চূর্ণ-বিচূর্ণ হইয়া গেল। তাহাদের নেতৃবৃন্দের অধিকাংশই নিহত হইল এবং তাহাদের মৃতদেহগুলি টানিয়া-হ্যাঁচড়াইয়া গর্তে নিক্ষেপ করা হইল৷ মহানবী (সাঃ) ঐ গর্তের কিনারায় গেলেন এবং মৃত দেহগুলির প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, ‘তোমরা কি তোমাদের প্রভুর প্রতিশ্রুতি পূর্ণ হইতে দেখিয়াছ? আমি তো আমার প্রভুর প্রতিশ্রুতি পূর্ণ হইতে স্বচক্ষে দেখিলাম।’ (বুখারী, কিতাবুল মাগাজী)। এইভাবেই, এই সুস্পষ্ট ভবিষ্যদ্বাণীটি শান-শওকতের সহিত পূর্ণ হইয়াছিল।