২৯১২

মক্কার সেনাবাহিনী যে অতি শীঘ্রই মুসলমানদের হাতে চরম পরাজয় বরণ করিবে, উহার সুনির্দিষ্ট ও দ্ব্যর্থহীন ভবিষ্যদ্বাণী এই আয়াতে রহিয়াছে এবং অল্প কয়েক বৎসরের মধ্যেই ‘বদরের যুদ্ধে’ এই ভবিষ্যদ্বাণীর পূর্ণতাও জগদ্বাসী দেখিতে পাইয়াছে। এই অসম যুদ্ধে, মুসলমানের অবস্থা সর্বতোভাবে এতই প্রতিকূল ছিল যে, তাহা বর্ণনা করা কঠিন। যখন যুদ্ধ আরম্ভ হইল, তখন মহানবী (সাঃ) তাঁহার প্রার্থনা-তাবুতে গিয়া, বিনীত-বিগলিত, হৃদয়-নিংড়ানো, মর্মস্পর্শী কণ্ঠে আল্লাহ্‌র কাছে চিরস্বরণীয় ভাষায় দোয়া করিলেন, ‘হে আমার প্রভু! আমি তোমার কাছে সকাতর প্রার্থনা জানাই, তুমি তোমার চুক্তি ও প্রতিশ্রুতি পালন কর। যদি এই ক্ষুদ্র মুসলিম দলটি ধ্বংস হইয়া যায়, তাহা হইলে তোমার উপাসনা আর কখনও পৃথিবীতে পুনঃ প্রতিষ্ঠিত হইবে না (বুখারী)। প্রার্থনা সমাপন করিয়া হুযুর (সাঃ) তাঁবু হইতে বাহির হইয়া আসিলেন এবং যুদ্ধ-ময়দানের দিকে মুখ করিয়া এই আয়াতটি পাঠ করিলেন। যাহার অনুবাদ হইল— অচিরেই সেই দলকে পরাভূত করা হইবে এবং তাহারা পৃষ্ঠ প্রদর্শন করিয়া পলায়ন করিবে।