অবিশ্বাসী পৌত্তলিক কুরায়শগণকে অত্র আয়াতে নূতন ধরণের সাবধান-বাণী শোনান হইতেছে। তাহা এই যে, তোমরা ঐ সকল জাতি হইতে কোন অংশে উত্তম, যাহারা নূহ, হ্রদ, লুত, সালেহ্ বা মূসা (আলাইহিমুস সালাম)-কে প্রত্যাখ্যান করিয়াছিল? তোমরা কি ঐশী গ্রন্থাবলীতে নিজেদের সম্বন্ধে এমন কোন প্রতিশ্রুতি পাইয়াছ যে, মহানবী (সাঃ)-কে প্রত্যাখ্যান করিলেও তোমরা শাস্তি পাইবে না?