২৯১০

ফেরাউন অতি প্রতাপান্বিত বাদশাহ ছিল। সে নিজেকে “বনী ইসরাঈলীদের অবিসম্বাদিত প্রভু” বলিয়া মনে করিত (৭৯ঃ২৫)। অতএব, মূসা ও হারূনের প্রভু, যিনি সত্যিকার সর্বশক্তিমান, তিনি সেই ‘স্ব-ঘোষিত প্রভু’ ফেরাউনের বিরুদ্ধে এমন শক্তি প্রয়োগ করিলেন যাহার ফলে সে একেবারে নিশ্চিহ্ন হইয়া গেল।