২৯১

অপেক্ষা করার নির্দিষ্ট পরিমাণ সময়ের মধ্যে কোনও বিধবার কাছে বিবাহ-প্রস্তাব উত্থাপন করা নিষেধ। তবে কোন ব্যক্তি সরাসরি প্রস্তাব উত্থাপন না করিয়া, নিজের ইচ্ছার কথা পরোক্ষ ইংগিতে প্রকাশ করিতে পারিবে। কিন্তু সে ব্যক্তি কোন মতেই, খোলাখুলিভাবে প্রস্তাব করা বা গোপনে বিবাহের প্রস্তাব পাঠানোর মত গর্হিত কাজ করিবে না। বিধবাকে নিষেধ করা হইয়াছে যে, ঐ ৪ মাস ১০ দিনের ‘ইদ্দৎ’ কালে, এইরূপ কোন প্রস্তাবে সে যেন সম্মতি প্রদান না করে। তাহার সদ্যমৃত স্বামীর সম্মতির প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানোর জন্য এবং তাহার গর্ভে মৃত স্বামীর কোন সন্তান আছে কিনা তাহা স্পষ্টভাবে জানার জন্য ‘ইদ্দৎ’ পালন একান্ত প্রয়োজন। গর্ভবতী স্ত্রীলোকের বিবাহ নিষিদ্ধ, যে পর্যন্ত গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ না হয়।