নূহ (আঃ)-এর জাতি, আদ ও সামূদ জাতি এবং লুত (আঃ)-এর জাতির কাহিনী বার বার কুরআন শরীফে উল্লেখিত হইয়াছে। ইহার কারণ এই যে, এই জাতিগুলি হেজাযের নিকট-এলাকার সীমান্তের ওপারে বসবাস করিত, তাহাদের ইতিহাস আরবদের অনেকটা জানা ছিল এবং তাহাদের সাথে বাণিজ্যিক লেন-দেনও ছিল। নূহ (আঃ)-এর জাতির বসবাস ছিল আরবের উওর-পূর্ব দিকে ইরাকে। ‘আদ’ উপজাতি বাস করিত ইয়ামেন ও হাযারামাউত এলাকায় যাহা এখন আরবেরই দক্ষিণাংশ। সামূদ উপজাতি ছিল উন্নত ও সমৃদ্ধ, তাহারা আরবের উত্তর-পশ্চিমে হেজায হইতে প্যালেষ্টাইন পর্যন্ত এলাকায় বিস্তৃত ছিল। আর লুত (আঃ)-এর হতভাগা জাতি বাস করিত সদোম, ঘমোরা ও প্যালেষ্টাইনে।