এই আয়াত এবং পূর্ববর্তী দুইটি আয়াতে মক্কার কুরায়শদের ক্ষমতা-বিলুপ্তি ও চরম পতনের দিনের দৃশ্য কি চমৎকারভাবেই না বর্ণিত হইয়াছে। মাত্র কয়েক বৎসর পূর্ব যে মুহাম্মদ (সাঃ)-কে কুরায়শগণ মক্কা হইতে বিতাড়িত করিয়া তাঁহার শিরোচ্ছেদের জন্য পুরস্কার ঘোষণা করিয়াছিল, আজ তাহাকে রাজধানী মক্কা নগরীর সিংহদ্বারে মহাবিজয়ীর মহিমায়, তাহাদের উপর আদেশ-প্রদানকারী ও সমনজারীকারী রূপে দেখিতে পাইয়া, কুরায়শগণ বিভ্রান্ত, ভীতি-বিহ্বল ও হতভম্ভ হইয়া পড়িল।