‘তাহারা নিজেদের সম্পর্কে ন্যায় সংঙ্গতভাবে যে কোন সিদ্ধান্ত নিতে পারে’ কথাটির দ্বারা তাহাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিবার অধিকার, বিশেষ করিয়া নিজেদের ব্যাপারে সেই অধিকার প্রয়োগ করিবার ক্ষমতাকে নির্দেশ করিতেছে। কুরআনে অন্যত্র বলা হইয়াছে— এবং তোমরা তোমাদের মধ্যে বিধবাদের বিবাহের ব্যবস্থা কর (২৪ঃ৩৩)।