‘খা-দায়াহু’ মানে, সে তাহাকে প্রতারণা করিতে চাহিল, কিন্তু পারিল না। ‘খাদায়াহু’ মানে সে চেষ্টা দ্বারা তাহাকে ঠকাইয়া ফেলিল, সে তাহাকে পরিত্যাগ করিল (বাকা)। প্রথম শব্দটি প্রতারকের অকৃতকার্যতা এবং দ্বিতীয় শব্দটি প্রতারকের কৃতকার্যতার ক্ষেত্রে ব্যবহৃত হয় (লেইন)।