২৮৯৯

‘আজদাস’ অর্থ কবর বলিতে এখানে কাফেরগণের গৃহকে বুঝাইয়াছে। কুরআনের অনেক স্থলে কাফেরগণকে মৃতের সহিত তুলনা করা হইয়াছে বা মৃত বলিয়া অভিহিত করা হইয়াছে। কেননা তাহারা আত্মিক জীবন হইতে একেবারেই বঞ্চিত (২৭ঃ৮১ঃ ৩৫ঃ ২৩ঃ)।