মহানবী মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দাবীর সত্যতার স্বপক্ষে এত অধিক সংখ্যক, সুস্পষ্ট ও অকাট্য যুক্তি ও নিদর্শনাবলী দেখার পরও অবিশ্বাসীরা সত্য গ্রহণে অগ্রসর হয় না। এই আয়াতে অত্যন্ত মর্মভেদী ভাষায়, কটাক্ষ করিয়া বলা হইতেছে যে, তাহারা আর কত কাল সত্যকে অগ্রাহ্য করিয়া অবিশ্বাসের ঘূর্ণাবর্তে আবর্তিত হইতে থাকিবে?