২৮৯

ইদ্দৎ বা অপেক্ষার নির্ধারিত সময়, বিধবাদের ক্ষেত্রে চারমাস দশ দিন। এই সময়ের পরিমাপ, পর পর চারটি ঋতুস্রাব ও তৎসংশ্লিষ্ট ঋতু মুক্তির সম্মিলিত সময়ের সমান। স্বামীর মৃত্যুতে, বিধবার মনের ও আবেগের প্রতি সম্মান প্রদর্শন করিতে গিয়া, ইসলাম ‘ইদ্দৎ’কে দীর্ঘতর করিয়াছে। বিবাহের বন্ধনের প্রতি ইসলামের সম্মান-বোধ ও পবিত্রতার অনুভূতি কতটুকু, তাহাও ইদৎ পালন হইতে স্পষ্টভাবে বুঝা যায়।