উর্ধপক্ষে সন্তানকে দুই বৎসর পর্যন্ত স্তন্য পান করানো যাইতে পারে। তবে, পিতা ও মাতা যদি একযোগে সম্মত হন যে, তাহারা দুই বৎসরের পূর্বেই সন্তানের স্তন্যপান ছাড়াইয়া দিবেন, তাহারা তাহা করিতে পারেন, ইহাতে কোনও বাধা নাই। তবে, আয়াতটির মধ্যে ইঙ্গিত রহিয়াছে যে, মায়ের সম্মতি ছাড়া সন্তানকে দুই বৎসর পূর্ণ হইবার পূর্বে স্তন্য পানে বিরত করা যাইবে না।