মো’মেন ব্যক্তি সুনিশ্চিত জ্ঞানের ভিত্তিতে প্রস্তরের মত দৃঢ়তা নিয়া আপন বিশ্বাসে দণ্ডায়মান থাকে (১২ঃ১০৯)। কিন্তু কাফের পৌত্তলিকের বিশ্বাস ও নিয়মাচারের স্বপক্ষে না আছে কোন বিজ্ঞান-সম্মত যুক্তি, না আছে কোন ঐশী অনুমোদন। সে আপন খেয়াল ও অনুমানের দাস হইয়া পড়ে। কুসংস্কার ও বংশানুক্রমিকতাই তাহার বিশ্বাসের ভিত্তি। এই আয়াত এবং ২৯ আয়াত পৌত্তলিকদের ক্ষণভঙ্গুর অবস্থানের কথাই ব্যক্ত করিয়াছে। তাহারা প্রকৃতপক্ষে ভাঙ্গা ডালে দাঁড়াইয়া আছে।