২৮৭৮

এই আয়াতের তাৎপর্য এই যে, মহানবী (সাঃ)-এর অন্তর যাহা দেখিয়াছে তাহাই তিনি সত্য সত্য ব্যক্ত করিয়াছেন, ইহাতে মিথ্যার কোন অবকাশ নাই। ইহা ছিল নিশ্চিত সত্য-দর্শন যাহাতে কল্পনার লেশমাত্রও মিশ্রিত ছিল না। এই আয়াতটিও স্পষ্ট নিদের্শ করিতেছে যে, মে’রাজ বস্তুতঃ একটি অতি পবিত্র রূহানী ও আধ্যাত্মিক ভ্রমণ ছিল, যাহাতে নবী করীম (সাঃ)-এর কল্পনাতীত উচ্চ মর্যাদার প্রতি ইঙ্গিত নিহিত রহিয়াছে।