২৮৭৪

আল্লাহ্‌তা’লা যখন স্বীয় সত্তা ও পূর্ণতম মহিমায় মহানবী (সাঃ)-এর কাছে আত্মপ্রকাশ করিলেন, তিনি (সাঃ) তখন আধ্যাত্মিক উন্নতির চরমতম ধাপে উন্নীত হইলেন। এই আয়াতের মধ্যে এই অর্থটি রহিয়াছে বলিয়া মনে হয় যে, ইসলামের জ্যোতির্ময় আলো এত উর্দ্ধে স্থাপন করা হইয়াছে যেখান হইতে ইহা সারা বিশ্বকে আলোকিত করিতে পারিবে। ‘হুয়া’ (তিনি) সর্বনামটি আল্লাহ্‌কেও বুঝাইতে পারে, মহানবী (সাঃ)-কেও বুঝাইতে পারে। ১০ আয়াত দেখুন।