২৮৭৩

’ইস্‌তাওয়া আলাশ্‌ শাইয়ে’ মানে যে কোন বস্তুর উপরে পূর্ণ প্রভুত্ব লাভ করিল বা পুরাপুরি কর্তৃত্ব অর্জন করিল। বাক্যটি যদি মহানবী (সাঃ)-এর উপর আরোপিত হয়, তাহা হইলে ইহার অর্থ হইবে, মহানবী (সাঃ)-এর বল-বীর্য, বুদ্ধি-মত্তা ও মানসিক শক্তিনিচয় পূর্ণতা প্রাপ্ত হইয়া উচ্চতম শিখরে পৌঁছিয়াছে।