২৮৭

মাওলুদুন্‌ লাহু (যে পুরুষ সন্তানের অধিকারী) কথাটি পিতা অর্থেই বলা হইয়াছে। সরাসরি পিতা না বলিয়া কথাটি ব্যবহার করার তাৎপর্য এই যে, পিতাই সন্তানের ভারপ্রাপ্ত মালিক এবং স্বাভাবিক ভাবেই সন্তানের ভরণ-পোষণের দায়িত্ববহনকারী ব্যক্তি।