২৮৫৯

তাহাদের বিবেক ও যুক্তিই কি তাহাদিগকে ভ্রান্তিতে নিপতিত করিল? অথবা তাহারা সর্বপ্রকার মধ্যপন্থা ও সংযমকে ছুড়িয়া ফেলিয়া, ন্যায়নীতির সকল গণ্ডী যথেচ্ছা অতিক্রম করিয়া ঐশী-বাণীকে প্রত্যাখ্যান করার ব্রত গ্রহণ করিল?