মূল পাঠস্থলে যে অনুবাদ দেওয়া হইয়াছে, তাহা ছাড়াও অন্য একটি অর্থ এই হইতে পারে। তাহা এই—“চতুর্দিকে শত্রু-পরিবেষ্টিত থাকাবস্থায়, তাহাদের শক্তিমত্তা ও ভীতি-প্রদর্শন আমাদিগকে সময়ে সময়ে ভীত ও সন্ত্রস্ত করিত বটে। কিন্তু এখন আমরা পূর্ণ নিরাপত্তা ও শান্তি উপভোগ করিতেছি।”