২৮৫৫

‘গোলাম’ (যুবক) শব্দের বহুবচন ‘গিলমান’ (যুবকগণ)। গোলাম অর্থ যুবক, চাকর, পুত্র ইত্যাদি (লেইন)। কুরআনেও ‘গোলাম’ শব্দটি ‘ওয়ালাদ’ (পুত্র) অর্থে ব্যবহাত হইয়াছে (৩ঃ৪১, ১৫ঃ৫৪, ১৯ঃ৮; ৩৭ঃ১০২; ৫১;২৯)। কুরআনের অন্যত্র (৭৬ঃ২০) ‘গিলমান’ শব্দের পরিবর্তে ভিল্‌দান (পুত্রগণ) শব্দটি ব্যবহৃত হইয়াছে। ইহা দ্বারা বুঝা যায় যে, বেহেশ্‌তে যে সব যুবক পুণ্যাত্মাগণের খেদমতে নিয়োজিত হইবে তাহারা ঐ পুণ্যাত্মাগণেরই পুত্র। এই আয়াত দ্বারা আরেকটি অর্থও প্রকাশ পায়। আল্লাহ্‌তা’লা মুসলমানদিগকে প্রতিশ্রুতি দিয়াছিলেন যে অদূর ভবিষ্যতে তাহাদের হাতে অপরিমেয় ধন ও শক্তি আসিবে এবং অগণিত দাস তাহাদের খেদমতের জন্য তাহারা লাভ করিবে। এই আয়াত সেই প্রতিশ্রুতির প্রতিও আরোপিত হইতে পারে।