এই আয়াতে “স্বামীদিগকে” বলিতে তালাক-প্রাপ্তা স্ত্রীগণের আপন আপন প্রাক্তন স্বামীকে অথবা ভাবী-স্বামীকে বুঝাইতে পারে। প্রাক্তন স্বামী বুঝাইলে, “এবং যখন তোমরা স্ত্রীগণকে তালাক দাও” বাক্যাংশটি প্রথম ও দ্বিতীয় তালাকের প্রতি ইঙ্গিত করে। আর যদি ভাবী-স্বামী বুঝাইয়া থাকে, তাহা হইলে উক্ত বাক্যাংশটি তৃতীয় ও শেষ ‘তালাক’ নির্দেশ করে। তালাক-প্রাপ্তা স্ত্রীলোকের অভিভাবক, পূর্ব স্বামীর সহিত (পূর্বোক্ত বিধি মোতাবেক) তাহার পুনর্বিবাহে বাধা দিতে পারে না এবং তাহার ভূতপূর্ব স্বামী তাহাকে নূতন স্বামী গ্রহণে বাধা দিতে পারে না।