জেরুযালেমের উপাসনালয় বা যে কোন উপসনালয়। তবে খুব সম্ভব, কা’বার উপাসনালয়কেই এখানে বুঝাইতেছে। কেননা, কুরআন কা’বাকে ‘পুনঃ পুনঃ গমনস্থল’ বলিয়া অভিহিত করিয়াছে (২ঃ১২৬), ইহাকে ‘পবিত্র গৃহ’ (৫ঃ৩), পবিত্র মসজিদ (১৭ঃ২), ‘প্রাচীন গৃহ’ (২২ঃ৩০), ‘নিরাপত্তার শহর’ (৯৫ঃ৪) প্রভৃতি নামেও অভিহিত করিয়াছে।