প্রত্যেক যুগের সংস্কারকগণের প্রতি বিরুদ্ধাচরণকারীরা এমন একই ধরণের অভিযোগ ও আপত্তি উত্থাপন করিয়াছে যে, আপত্তিগুলির অভিন্ন রূপ দেখিয়া মনে হয়, পূর্বের যুগের বিরুদ্ধাচারীরা যেন এইগুলি পরবর্তীযুগের বিরুদ্ধাচারীদের জন্য উত্তরাধিকার স্বরূপ রাখিয়া গিয়াছিল যাহাতে বার বার একই ধরণের আপত্তি ও অভিযোগ উত্থাপিত হইতে থাকে।