২৮২৬

পূর্ববর্তী আয়াতটিতে জোতিঃশাস্ত্রবিষয়ক যে সত্য কুরআনের মাধ্যমে বিশ্বে সর্ব প্রথম প্রকাশ পাইল, তাহাতেই বুঝিতে পারা যায় যে, কুরআন আল্লাহ্‌তা’লার অবতীর্ণ বাণী। আরও বুঝিতে পারা যায় যে, আল্লাহ্‌তা’লার সৃষ্টি-কর্মের মধ্যে এক নিবিড় ঐক্য ও উদ্দেশ্য বিদ্যমান আছে। তথাপি বস্তুবাদী দার্শনিকেরা কষ্ট-কল্পিত মতবাদ সৃষ্টি করিয়া, নড়বড়ে ভিত্তির অনুমান ও সন্দেহময় সিদ্ধান্তের অন্ধকারে নাকানি-চুবানি খাইতে থাকে। তাহারা আল্লাহ্ ও তাঁহার পবিত্র রসূলের কথায় বিশ্বাস স্থাপন করিতে চায় না বলিয়াই এমনটা হয়।