২৮১৮

কুরআন শরীফের ইহা একটি বৈশিষ্ট্য যে, বাইবেলে মহান নবীগণের উপর যত রকম পাপ ও চারিত্রিক কলঙ্ক আরোপ করা হইয়াছে, কুরআন তাহা অপনোদন করতঃ তাহাদিগকে পবিত্র ও মহাপুণ্যাত্মা সাব্যস্ত করিয়াছে। তাহা ছাড়া, আল্লাহ্‌তা’লার মাহাত্মা ও পবিত্রতার পরিপন্থী কোন কথা কুরআন বরদাশত করে না। বাইবেলে, আল্লাহ্-জাল্লা-শানুহু সম্বন্ধে বলা হইয়াছে “সৃষ্টিকর্তা সৃষ্টির সমস্ত কাজকর্ম সম্পন্ন করিয়া সপ্তম দিনে সকল কাজ হইতে বিশ্রাম নিলেন” (আদিপুস্তক-২ঃ২), আর কুরআন বলে, “ক্লান্তি তাঁহাকে স্পর্শও করিতে পারে না”।