২৮১৩

পূর্ববর্তী আয়াতে বলা হইয়াছে যে, মানুষের পাপরাশি দূরীকরণের জন্য এবং আধ্যাত্মিকভাবে পূত-পবিত্র করার উদ্দেশ্যে, একের পর এক অসংখ্য লোককে দোযখে নিক্ষেপ করা হইবে। এই আয়াতে বলা হইতেছে, খোদাভীরু-ধর্মপরায়ণ লোকদের জন্য বেহেশ্‌তকে তাহাদের সন্নিকটে উপস্থিত করা হইবে।