২৮১০

ইহা মানুষের এক স্বাভাবিক প্রবৃত্তি যে, যখন দুষ্কৃতকারী আপন কুকর্মের শাস্তিপ্রাপ্তির জন্য দণ্ডায়মান হয়, তখন সে দুষ্কর্মের সকল দায়িত্ব অন্যের উপর চাপাইবার প্রয়াস পায়। অবিশ্বাসীর এই মানসিকতার চিত্রই এই আয়াতটিতে বিধৃত হইয়াছে। তাহার নিজের অবাধ্যতা ও সীমালঙঘনের পাপের জন্য সে শয়তানেক দায়ী করে।