যখন কোন ব্যক্তি স্ত্রীকে তালাক দেয়, তখন সে তাহার প্রদত্ত দেন-মহর ও অন্যান্য বস্তু যাহা স্ত্রীকে দিয়াছিল, এই সব হইতে সে বঞ্চিত হয়। তালাক দানের পূর্ব পর্যন্ত সে যদি দেন-মহরের অর্থ পরিশোধ করিয়া না থাকে, তাহা হইলে তালাক কার্যকরী করার পূর্বেই তাহা পরিশোধ করিতে হইবে। তাহাছাড়া, দাম্পত্য জীবনে যাহা কিছু সে স্ত্রীকে দান করিয়াছে, তাহা ফেরৎ লইবার অধিকার তাহার থাকে না।