২৮০৯

দ্বি-বচন ‘আল্‌কিয়া’ এইজন্য ব্যবহৃত হইয়াছে যেহেতু দুইজন ফিরিশ্‌তা ‘সায়েক’ ও ‘শাহীদকে’ আদেশ দেওয়া হইয়াছে অথবা আদেশটিতে সবিশেষ জোর দিবার জন্য এই দ্বিবচন ব্যবহার করা হইয়াছে। এইরূপ প্রকাশভঙ্গী ২৩ঃ১০০ তে ব্যবহৃত হইয়াছে। সেখানে কর্তা একবচন হওয়া সত্বেও বহুবচনের ক্রিয়া ব্যবহৃত হইয়াছে। ইহা আরবী ভাষার ব্যাকরণ-সম্মত।