২৮০৭

‘সায়েক’ ঐ ফিরিশ্‌তা যে মানুষের বাম দিকে বসিয়া তাহার কুকর্মগুলির হিসাব রাখে এবং শাস্তির জন্য তাহাকে দোযখের দিকে লইয়া যায়। আর ‘শাহীদ’ ঐ ফিরিশ্‌তা, যে মানুষের ডান দিকে বসিয়া তাহার সৎকর্মগুলির হিসাব রাখে এবং তাহার স্বপক্ষে ও অনুকূলে সাক্ষ্য দান করিবে। ইহাও হইতে পারে যে, এই দুইটি শব্দ ‘সায়েক’ ও ‘শাহীদ’ রূপক বর্ণনা হিসাবে যথাক্রমে মানুষের অপব্যবহৃত অঙ্গ-প্রত্যঙ্গ ও কর্মশক্তিকে এবং সঠিক ব্যবহৃত অঙ্গাদি ও কর্ম-শক্তিকে বুঝাইয়াছে।