২৮০৫

এই সবগুলিতেই ‘সৃষ্টি’ বলিতে কেবল সাধারণ অর্থ ‘অস্তিত্বে আনা’ই বুঝাইতেছে না। ‘অস্তিত্ব দান’ ছাড়াও আর একটি অর্থও বুঝাইতেছে। তাহা হইল, কোন জাতির মধ্যে নবী আগমনের ফলশ্রুতিতে সেই জাতির মধ্যে যে আধ্যাত্মিক নব-জাগরণ ও বিপ্লব সাধিত হয় তাহাও সৃষ্টিরই অপর রূপ।