ইসলামের সার্বজনীন ভ্রাতৃত্বে সকল মুসলমানই সমান অংশীদার, সকলেই ইহার অবিচ্ছেদ্য অঙ্গ। নিরক্ষর ও সংস্কৃতিবর্জিত মরু-আরবকে ইসলাম সেই সকল অধিকারই দান করিয়াছে, যাহা সভ্য ও সংস্কৃতিমনা শহরবাসীকে দেওয়া হইয়াছে। নিরক্ষরদিগকে এই উপদেশ দেওয়া হইয়াছে যে, তাহারা যেন শিক্ষা-দীক্ষা লাভ করিয়া ইসলামের নীতি-মালা জ্ঞাত হয় এবং জীবনে তাহা বাস্তবায়ন করিয়া দেখায়।