ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা ও সংহতির প্রতি বড় হুমকি হইল আত্ম-কলহ, যাহা কখনও কখনও দুই দলের মধ্যে কিংবা দুইটি দ্বিমতপোষণকারী গ্রুপের মধ্যে বাধিয়া যায়। এই আয়াতে এইরূপ মত-বিরোধ ও বিবাদ-বিসংবাদ কার্যকরীভাবে মিটাইবার পন্থা বর্ণিত হইয়াছে। যদিও প্রাথমিকভাবে, মুখ্যতঃ মুসলমানের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কলহের অবসান কল্পে ন্যায়-ভিত্তিক, চমৎকার ও কার্যকরী মীমাংসা-নীতি এই আয়াতে ব্যক্ত করা হইয়াছে, তথাপি কার্যকরী জাতি-সংঘ ও জাতি-পুঞ্জের স্থাপনকল্পে ও ইহার স্থায়িত্ব রক্ষাকল্পে উক্ত নীতিকে ভিত্তি হিসাবে গ্রহণ করা বিশেষ প্রয়োজন। আন্তর্জাতিক শান্তি বজায় রাখার ব্যাপারে এই নীতি-মালা এক বিরাট রক্ষা-কবচ।