২৭৯২

এখানে মুসলমানদিগকে উপদেশ দেওয়া হইতেছে যে, নবী করীম (সাঃ) কার্য সম্পাদনের জন্য তাহাদের পরামর্শ চাহিতে পারেন। তবে, এই কথা মনে করা কখনও ঠিক হইবে না যে, তাহাদের দেওয়া উপদেশ ও পরামর্শগুলি গ্রহণ করা ও কার্যে রূপায়িত করা তাঁহার জন্য বাধ্যতামূলক। তিনি তো আল্লাহ্‌তা’লার দ্বারা পরিচালিত দিব্য-দৃষ্টির অধিকারী এবং কর্তব্য সম্পাদনের দায়িত্বও তাঁহারই। তাঁহার সিদ্ধান্তই চূড়ান্ত ও প্রশ্নাতীত।