২৭৯১

মক্কা-বিজয়ের পরে প্রায় সারাটা আরব দেশই ইসলাম গ্রহণ করিল। কিন্তু তবুও কয়েকটি বিশেষ গোত্র নতুন ধর্ম গ্রহণ করিতে শুধু অস্বীকারই করিল না, বরং মুসলমানের বিরুদ্ধে মরণ-কামড়ের জন্য সংকল্পবদ্ধ হইল৷ তদুপরি, রোমান-সাম্রাজ্য এবং পারস্য-সাম্রাজ্যও নিজ নিজ সাম্রাজ্যের সীমান্তবর্তী আরব এলাকায় ইসলামের অভ্যুদয় দেখিয়া এই নব-শক্তি সম্বন্ধে সজাগ ও সচেতন হইয়া উঠিল। তাহাদের একচ্ছত্র শক্তি ও মর্যাদার প্রতি ইসলাম হুমকি হইয়া উঠিতেছে ভাবিয়া মুসলমানদের সহিত মোকাবেলা ও যুদ্ধ করা অনিবার্য হইয়া উঠিয়াছে বলিয়া তাহারা মনে ধারণা পোষণ করিতে লাগিল। এমতাবস্থায়, ‘ভালরূপে তদন্ত কর’ এই প্রত্যাদেশটি খুবই সময়োপযোগী ও দরকারী উপদেশ। মুসলমানগণকে বলা হইতেছে যে, যদিও যুদ্ধের জরুরী পরিস্থিতিতে শত্রুকে রুখিবার জন্য তাৎক্ষণিক কর্ম তৎপরতা অতীব প্রয়োজনীয়, তথাপি সাবধানতা ও সতর্কতা অবলম্বন করা উচিত যেন অনুসন্ধান ব্যতিরেকেই গুজবকে সত্য সংবাদ মনে করিয়া কোন পদক্ষেপ গ্রহণ করা না হয়। কেননা, স্বভাবতঃই যুদ্ধাবস্থায় নানারূপ মিথ্যা কল্প-কাহিনী ছড়াইয়া পড়ে। অতএব, পরীক্ষা-নিরীক্ষা ও সত্য যাচাইয়ের পরই এইগুলির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত।