২৭৮৮

এই আয়াতে বিশেষ জোর দেওয়া হইয়াছে যে, মহানবী (সাঃ)-এর প্রতি সর্বোচ্চ সম্মান ও মর্যাদা প্রদর্শন যেন মুসলমানদের স্বাভাবিক নীতি ও রীতিতে পরিণত হইয়া যায়। এই বিষয় তাহাদের স্বভাব-সিদ্ধ হইয়া যাওয়া চাই যে, তাহারা মহানবী (সাঃ)-এর উপস্থিতিতে উঁচু গলায় কথা না বলে, তাহাকে যেন উচ্চঃস্বরে আহ্বান না করে। কেননা, এইরূপ কাজ করা শুধু বেয়াদবীই হইবে না,বরং মহান নেতার প্রতি যথাযোগ্য মর্যাদা প্রদর্শনের অভাব-জনিত কারণে দোষী ব্যক্তির নৈতিক ক্ষতি হইতে পারে।