বিশ্বাসীগণকে মহানবী (সাঃ)-এর প্রতি যথাযোগ্য শ্রদ্ধা, ভক্তি ও সন্ত্রম প্রদর্শন করার জন্য উপদেশ দেওয়া হইতেছে। তাহারা যেন তাঁহার (সাঃ) প্রতি দ্বিধাহীন আনুগত্য দেখায় এবং বিভিন্ন বিষয়াদিতে তাঁহার সিদ্ধান্ত ও মীমাংসা কি হইবে তাহা পূর্ব হইতেই আঁচ করিয়া তদনুযায়ী কাজ না করে অথবা নিজেদের ইচ্ছাকে তাঁহার ইচ্ছার উপরে স্থান না দেয়।