২৭৮৩

এইখানে নবী করীম (সাঃ)-এর সেই স্বপ্নের কথা বলা হইয়াছে, যাহাতে তিনি দেখিয়াছিলেন যে, তিনি কাবা-গৃহ প্রদক্ষিণ করিতেছেন (বুখারী)। তদনুযায়ী তিনি ১,৫০০ সাহাবীকে সঙ্গে নিয়া উমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার দিকে রওয়ানা হইলেন। যদিও এই সূরাতে পরিষ্কারভাবে, দৃঢ়তার সাথে বলা হইয়াছে যে, মহানবীর স্বপ্ন নিশ্চয় সফল হইবে এবং মুসলমানেরা নিশ্চয়ই উমরাহ পালনের জন্য কাবায় উপস্থিত হইবে, তথাপি কুরায়শদের বাধা দানের ফলে তাহা বাস্তবায়িত হইল না। মহানবী (সাঃ)-এর এই মক্কা-গমনের অনেক সুফলাদির কথা পূর্ববর্তী আয়াতগুলিতে বর্ণিত হইয়াছে। তবে, এই ঘটনা একটি প্রয়োজনীয় দৃষ্টান্ত স্থাপন করিয়াছে যে, আল্লাহ্‌র নবীরা পর্যন্ত স্বপ্নের সঠিক ব্যাখ্যা করিতে কখনও কখনও সম্ভবতঃ আপাতদৃষ্টিতে ভুল করিতে পারেন। হুদায়বিয়ার সন্ধির শর্ত অনুযায়ী নবী করীম (সাঃ) পরবর্তী বৎসরে সাহাবীদিগকে লইয়া হজ্জ পালন করেন এবং স্বপ্নটি অক্ষরে অক্ষরে পূর্ণ হয়।