২৭৮১

মক্কায় তখন কিছু সংখ্যক মুসলমানও বাস করিতেছিলেন। হুদায়বিয়াতে সন্ধি না হইয়া যদি মুসলমান বাহিনী ও মক্কাবাসীদের মধ্যে যুদ্ধ বাধিয়া যাইত, তাহা হইলে মুসলমান বাহিনী অজান্তে মক্কাবাসী মুসলমানগণকে হত্যা করিতে পারিত এবং এরূপ ঘটলে তাহাদের নিজেদেরই অপূরণীয় ক্ষতি হইত। তদুপরি ইহা হইত একটি ঘৃণ্য, নিন্দনীয় ও অপমানজনক কাজ, যাহা শত্রুদের অপপ্রচারের হাতিয়ার বনিতে পারিত।