২৭৭৬

“নিকটবর্তী বিজয়” অর্থাৎ যে বিজয় নাগালের ভিতরে আসিয়া গিয়াছে। এই শব্দগুলি দ্বারা খয়বরের বিজয়কে বুঝাইয়াছে। ইহুদীদের ইসলাম-বিরোধী কার্যকলাপ ও ষড়যন্ত্র চরমে উঠিয়াছিল বরং খয়বর ছিল এই ষড়যন্ত্রাদির আড্ডাখানা ও কেন্দ্রভূমি। তাই হুদায়বিয়া হইতে ফিরিয়াই মহানবী (সাঃ) খয়বরের ইহুদীদের বিরুদ্ধে এক অভিযান পরিচালনা করেন। এই অভিযানে কেবল ঐসব সাহাবীই শরীক ছিলেন, যাহারা তাঁহার সাথে হুদায়বিয়াতেও ছিলেন।