মুসলমানদের মনের উপর আল্লাহ্তা’লাই দৃঢ় প্রশান্তি ঢালিয়া দিয়াছিলেন। ইহার সর্বাপেক্ষা বড় প্রমাণ এই যে, মাত্র ১৫০০ মুসলমান নিজ বাসভূমি হইতে বহু দূরে, বন্ধু-বান্ধবহীন, শত্রু-পরিবেষ্টিত অবস্থায়, এমন এক শক্তিশালী সেনাবাহিনীর সহিত তাহাদের স্বীয় কেন্দ্রস্থলে অপমানজনক শর্তে সন্ধির পরিবর্তে, মরণ-পণ যুদ্ধের জন্য প্রস্তুত হইয়াছিল।