২৭৭৩

এখানে “পরাক্রমশালী জাতি” বলিতে রোম সাম্রাজ্য বা পারস্য সাম্রাজ্যকে বুঝাইয়া থাকিবে। কারণ মুসলমানেরা এই পর্যন্ত যতগুলি শত্রু–শক্তির সহিত মোকাবেলা করিয়াছেন, তাহাদের সকলের চাইতেই এই দুইটি শক্তি ধন-জন ও শৌর্য-বীর্যের দিক দিয়া বহুগুণে শ্রেষ্ঠতর ছিল। এখানে ভবিষ্যদ্বাণী করা হইয়াছে যে, মুসলমানগণকে এই পরাক্রমশালী দুর্ধর্ষ শত্রু–শক্তির সহিতও অচিরেই দীর্ঘস্থায়ী যুদ্ধ করিতে হইবে এবং তাহাদিগকে সম্পূর্ণভাবে পরাভূত ও পদানত করিয়া ছাড়তে হইবে। পশ্চাতে পরিত্যক্ত দলকে বলা হইতেছে যে, যদিও ইহুদীদের বিরুদ্ধে খয়বরের যুদ্ধে গমন ও গণিমতের মালে অংশ গ্রহণে তাহাদিগকে অনুমতি দেওয়া যাইতে পারে না, তথাপি তাহাদিগকে নিকট ভবিষ্যতেই ইহার চাইতে অধিকতর ক্ষমতাশালী শক্তির সহিত যুদ্ধ করিবার জন্য আহ্বান জানানো হইবে। সেই আহবানে সাড়া দিয়া যদি তাহারা তখন যুদ্ধে অবতীর্ণ হয়, তাহা হইলে তাহারা ভালভাবে পুরস্কৃত হইবে। এই আয়াতে ইহাও আঁচ করা যায় যে, রোমীয় সাম্রাজ্যের ও ইরান সাম্রাজ্যের বিরুদ্ধে যে বিরাট যুদ্ধ হইতে যাইতেছে, সেই যুদ্ধগুলি অত্যন্ত রক্তক্ষয়ী ও দীর্ঘস্থায়ী হইবে।

Visitor Edits

January 4, 2026 1:29 pmApproved
এখানে “পরাক্রমশালী জাতি” বলিতে রোম সাম্রাজ্য বা পারস্য সাম্রাজ্যকে বুঝাইয়া থাকিবে। কারণ মুসলমানেরা এই পর্যন্ত যতগুলি শত্রু–শক্তির সহিত মোকাবেলা করিয়াছেন, তাহাদের সকলের চাইতেই এই দুইটি শক্তি ধন-জন ও শৌর্য-বীর্যের দিক দিয়া বহুগুণে শ্রেষ্ঠতর ছিল। এখানে ভবিষ্যদ্বাণী করা হইয়াছে যে, মুসলমানগণকে এই পরাক্রমশালী দুর্ধর্ষ শত্রু–শক্তির সহিতও অচিরেই দীর্ঘস্থায়ী যুদ্ধ করিতে হইবে এবং তাহাদিগকে সম্পূর্ণভাবে পরাভূত ও পদানত করিয়া ছাড়তে হইবে। পশ্চাতে পরিত্যক্ত দলকে বলা হইতেছে যে, যদিও ইহুদীদের বিরুদ্ধে খয়বরের যুদ্ধে গমন ও গণিমতের মালে অংশ গ্রহণে তাহাদিগকে অনুমতি দেওয়া যাইতে পারে না, তথাপি তাহাদিগকে নিকট ভবিষ্যতেই ইহার চাইতে অধিকতর ক্ষমতাশালী শক্তির সহিত যুদ্ধ করিবার জন্য আহ্বান জানানো হইবে। সেই আহবানে সাড়া দিয়া যদি তাহারা তখন যুদ্ধে অবতীর্ণ হয়, তাহা হইলে তাহারা ভালভাবে পুরস্কৃত হইবে। এই আয়াতে ইহাও আঁচ করা যায় যে, রোমীয় সাম্রাজ্যের ও ইরান সাম্রাজ্যের বিরুদ্ধে যে বিরাট যুদ্ধ হইতে যাইতেছে, সেই যুদ্ধগুলি অত্যন্ত রক্তক্ষয়ী ও দীর্ঘস্থায়ী হইবে।