“আরাফা” ও “আলেমা” দুইটি শব্দের একই অর্থ। কিন্তু ‘ইলম’ শব্দটি ‘মারেফত’ শব্দ হইতে অর্থের দিক দিয়া অধিকতর ব্যাপক ‘ইল্ম্’ এর ধাতুগত অর্থ সেই চিহ্ন বা মার্কা যাহা দ্বারা এক জিনিষকে অন্য জিনিষ হইতে স্পষ্টতঃ পৃথক দেখা যায়(লেইন) ইল্ম বা জ্ঞান দুই প্রকারেরঃ (ক) একটা ঘটনা ঘটবার পূর্বেই সেই ঘটনার পূর্ব-জ্ঞান, (খ) কোন ঘটনা ঘটিয়া যাইবার পরে ইহা সম্বন্ধে জ্ঞান। আলোচ্য আয়াতে যে জ্ঞানের প্রতি সঙ্কেত করা হইয়াছে, তাহা শেষোক্ত পর্যায়ের জ্ঞান।