কুরআনী প্রকাশভঙ্গি অনুযায়ী এই আয়াতের অর্থ হইবেঃ (ক) আল্লাহ্ তাহাদিগকে ধর্মপরায়ণ বানাইয়া থাকেন, (খ) আল্লাহ্তা’লা তাহাদের কাছে ঐসব উপায়-উপকরণসমূহ প্রকাশ করেন যাহার সাহায্যে তাহারা ধার্মিকতা অর্জন করেন, (গ) ধর্মপরায়ণতার ফলশ্রুতিতে উৎপন্ন হয় এইরূপ আশীর্বাদ ও অনুগ্রহরাজি আল্লাহ্ তাহাদিগকে দান করেন।